ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বুলনপুরে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সাদিকুল ইসলাম (৬৫) নামে এক অটোরিকশার যাত্রী নিহত এবং পাঁচ যাত্রী আহত হয়েছেন।

রোববার (৬ আগস্ট) সকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বুলনপুর এলাকায় আতাহার-নাচোল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

সাদিকুলের বাড়ি উপজেলার চর মোহনপুর চকপাড়ায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.  সাজ্জাদ হোসেন জানান, সকাল ৮টার দিকে সাদিকুলসহ কয়েকজন অটোরিকশায় করে আমনুরা এলাকায় যাচ্ছিলেন। এসময় চাঁপাইনবাবগঞ্জগামী একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে সাদিকুল ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় আহত হন পাঁচজন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়।
পরে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। আর একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  
ওসি আরও জানান, এ ঘটনায় গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।