ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শিবপুরে তেল কম দেওয়ায় পেট্রোল পাম্প মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
শিবপুরে তেল কম দেওয়ায় পেট্রোল পাম্প মালিককে জরিমানা

নরসিংদী: নরসিংদীর শিবপুরে মাপে তেল কম দেওয়ায় এফ মাস্টার ফিলিং স্টেশনের মালিক জাকির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৮ আগস্ট) সকালে উপজেলার সোনাকুড়া সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকার এফ মাস্টার ফিলিং স্টেশনে এ জরিমানা করা হয়।

জানা গেছে, সকালে এফ মাস্টার ফিলিং স্টেশন থেকে উপজেলার বৈলাব গ্রামের কৃষক আব্দুল গফুর ও চান্দেরটেক গ্রামের কৃষক রেনু মিয়া ট্রাক্টর চালানোর জন্য ডিজেল তেল কেনেন। পরে ওজনে কম সন্দেহ হলে পাশে এক দোকানে নিয়ে তারা মেপে দেখেন, পরিমাণে তেল ৭০০ গ্রাম কম দিয়েছে।

এ সময় স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জান্নাতকে খবর দিলে তিনি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান রাসেলকে ঘটনাস্থলে পাঠান। তিনি  উপস্থিত হয়ে ভুক্তভোগীর অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাম্প মালিককে এ জরিমানা করেন। পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়।

এ সময় শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াতসহ পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।