ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা রাজশাহীর নবাগত এসপির

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা রাজশাহীর নবাগত এসপির

রাজশাহী: মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন রাজশাহীর নবাগত পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান।

তিনি বলেন, মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।

সাংবাদিকদের সঙ্গে নিয়ে জেলায় মাদক নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করবে পুলিশ। আর এ বিষয়ে পুলিশের কোনো সদস্য গাফিলতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (০৮ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, রাজশাহীতে কৃষি জমি বিনষ্টের একটি প্রক্রিয়া চলছে। হাইকোর্টের নির্দেশনা রয়েছে কোনোভাবেই কৃষি জমি নষ্ট করা যাবে না। তাই আমরা সেই বিষয়টি বিবেচনা সাপেক্ষে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে শিগগিরই সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে আসার চেষ্টা করবো।

বক্তব্য রাখার সময় নবাগত পুলিশ সুপার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবারবর্গের প্রতি গভীর শ্রদ্ধা জানান।  

তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ অর্জনের পথে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সোনার বাংলা গড়তে রাজশাহী জেলা পুলিশ তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবে।

সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সনাতন চক্রবর্তী।

সভা সঞ্চালনা করেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রফিকুল আলম। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।