ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

নারায়ণগঞ্জ: দক্ষিণ আফ্রিকার উমাডাঙ্গা শহরে মাজেদুল হাসান লাকী (৪৮) নামের এক বাংলাদেশি নাগরিক সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।

বুধবার (৯ আগস্ট) এ বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মাজেদুল হাসান লাকীর ভগ্নিপতি মফিজ হোসেন মজু।



বাংলাদেশ সময় সোমবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাজেদুল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিবপুর এলাকার আব্দুল লতিফ মেম্বারের ছেলে।

মফিজ হোসেন মজু বলেন, জীবিকার তাগিদে মাজেদুল ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানেই স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছিলেন। সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটি গাড়িতে করে বাসায় ফিরছিলেন। পথে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করেন।  এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর গ্রামের বাড়ি সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিবপুরে ছড়িয়ে পড়লে পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়।

মফিজ হোসেন মজু আরও জানান, নিহতের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।