ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সেনবাগে ভূমি অফিসের পুকুরে মিলল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
সেনবাগে ভূমি অফিসের পুকুরে মিলল যুবকের মরদেহ

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় ভূমি অফিসের পুকুর থেকে মো. আজগর ইকবাল (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সদরের ভূমি অফিসের পুকুর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আজগর উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দক্ষিণ বোরকাটা গ্রামের জিতু মিয়া বাড়ির মৃত তাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে উপজেলা ভূমি অফিসের পুকুরে রিয়াদ নামে এক যুবক মাছের খাবার দিতে যান। একপর্যায়ে তিনি পুকুরে ভাসমান এক যুবকের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের পরিচয় নিশ্চিত করে। পরে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমি জানান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে ওই মরদেহটির পরিচয় উদ্‌ঘাটন করে পুলিশ। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা গেছে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।