ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উখিয়ায় অস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
উখিয়ায় অস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেপ্তার গ্রেপ্তার: প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরের নতুন রাস্তার মাথা এলাকা থেকে নুর হাকিম (২৭) নামে এক আরসা সন্ত্রাসীকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, একটি ওয়্যারলেস চার্জার ও ১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে এ অভিযান চালানো হয় বলে জানান ১৪ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আমির জাফর।

আটক নুর হাকিম (২৮) ৮ নম্বর রোহিঙ্গা শিবিরের ডি সাব ব্লক এ/৪০ এর বাসিন্দা মো. তসমিরের ছেলে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি,আরসা সন্ত্রাসী নুর হাকিম রোহিঙ্গা শিবিরে ডাকাতি অপহরণসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আগের কোনো মামলা আছে কিনা তা খোঁজ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩,
এসবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।