খাগড়াছড়ি: মাত্র তিন মাসের ব্যবধানে খাগড়াছড়ি দীঘিনালা বাস টার্মিনাল বাজারে আবারো আগুনে লেগে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বাজারের একটি খাবারের দোকান থেকে আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, প্রাথমিকভাবে ১২টি দোকান পুড়ে গেছে বলে জানতে পেরেছি।
এর আগে চলতি বছরের মে মাসে দীঘিনালা বাস টার্মিনাল বাজারে আগুন লেগে ৬০টি দোকান পুড়ে যায়।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এডি/এসআইএস