ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ, জরিমানা দিলেন ১২৩০ যাত্রী  

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ, জরিমানা দিলেন ১২৩০ যাত্রী   পাকশির ডিসিও নাসির উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত টিম

পাবনা (ঈশ্বরদী): বিনা টিকিটে ট্রেন ভ্রমণের অপরাধে ১০টি আন্তঃনগর ট্রেনের ১২৩০ জন যাত্রীর কাছ থেকে ভাড়াসহ- জরিমানা আদায় করেছে পাকশি বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক দপ্তরের ভ্রাম্যমাণ আদালত টিম।  

এসময় বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ৩ লাখ ৩৭ হাজার ৭৪০ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

এরমধ্যে ভাড়া বাবদ ২ লাখ ৪৫ হাজার ৭০ টাকা ও জরিমানা বাবদ ১ লাখ ৮৪ হাজার ৫৪০ টাকা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল থেকে ঈশ্বরদী রেলওয়ে জংশন থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশি বিভাগীয় রেলওয়ের আওতাধীন ১২টি  রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে এ রাজস্ব আয় করা হয়

এদিন রাতেই পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয়  বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন বাংলানিউজকে এসব তথ্য জানান।  

আন্তঃনগর ওই ট্রেনগুলো হলো- ৫৭ নাম্বার ঈশ্বরদী-রহনপুরগামী ‘কমিউটার এক্সপ্রেস’ ৭৩৩ নাম্বার রাজশাহী-চিলাহাটিগামী ‘তিতুমীর এক্সপ্রেস’ ৭৫৮ নাম্বার দিনাজপুর-ঢাকাগামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ৭৯৮ নাম্বার ঢাকা- কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ৭৬৫ নাম্বার ঢাকা-চিলাহাটিগামী আন্তঃনগর ‘নীলসাগর এক্সপ্রেস’ ৭৫২ নাম্বার ঢাকা-লালমনিহাটগামী ‘লালমনি এক্সপ্রেস’৭৬১ নাম্বার রাজশাহী-খুলনাগামী ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’৭১৬ নাম্বার খু্লনা-রাজশাহীগামী ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ৭৬৩ নাম্বার খুলনা-ঢাকাগামী ‘চিত্রা এক্সপ্রেস’ ৭২৬ নাম্বার ঢাকা-খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’।

যে রেলওয়ে স্টেশনে অভিযান চালানো হয়। সে স্টেশনগুলো হলো- ঈশ্বরদী, আবদুলপুর জংশন, নাটোর, সান্তাহার, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়ি, রাজশাহী, ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশি বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের নেতৃত্বে সহকারী পরিবহন কর্মকর্তা হারুন অর রশীদ, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা কে,এম, নুরুল আলম, ফারহান মাহমুদ, রেলওয়ে ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) আব্দুল হালিম বিশ্বাস মিঠু, এসএম আবুসুফিয়ান, মার্টিন জয় মন্ডল, হাসিবুর রহমান, বরকতুল্লাহ আলআমিনসহ ট্রেন পরিচালক (গার্ড) এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশি বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (১৭ আগস্ট) আন্তঃনগর ট্রেনগুলোতে অনেকটা উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনেক যাত্রী টিকিট ছাড়াই ট্রেনে উঠে পড়েন।

ডিসিও আরও জানান, আমরা সাধারণত বিনা টিকিটের যাত্রীদের পরবর্তী স্টেশনে শাস্তিস্বরূপ নামিয়ে দিয়ে থাকি। কিন্তু ট্রেনে ভ্রমণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যদায়ক হওয়ার কারণে ভাড়াসহ জরিমানা দিয়েই গন্তব্যপথে যেতে চান যাত্রীরা।  

এছাড়া অন্যান্য যাত্রীবাহী ট্রেনে অভিযান অব্যাহত রয়েছে। যা চলমান থাকবে বলে জানান ওই রেলওয়ে কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।