ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাটখিলে পুকুরের ডুবে প্রাণ গেল শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
চাটখিলে পুকুরের ডুবে প্রাণ গেল শিশু প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় বাড়ির পেছনের পুকুরের পানিতে পড়ে আনভীর হোসেন (১৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

বুধবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

আনভীর ওই বাড়ির ফিরোজ আলম সুমনের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পেছনে একটি পুকুরে পড়ে ডুবে যায় আনভীর। বাড়িতে শিশুটিকে না দেখে খোঁজ শুরু করে পরিবারের লোকজন। এক পর্যায়ে ওই পুকুরটি থেকে আনভীরকে নিথরাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।  
প্রতিবেশীরা জানান, বাড়ির পাশেই দুইটি পুকুর ছিল, সেগুলোর কোনোটিতে শিশুটি পড়ে নাই। অথচ, বাড়ির পেছনে অনেক দূরের একটি পুকুরে ডুবে মারা গেল আনভীর। তাছাড়া রাস্তার মাঝে অনেক কাদা, শিশুটি কীভাবে এত দূরের পুকুরে পড়ে ডুবে মারা গেল -সেটাই উদ্বেগের বিষয়।

চাটখিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) রাহেনা আক্তার জানায়, এ বিষয়ে পুলিশকে অবহিত করা হয়নি। তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।