ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভেজাল পশুখাদ্য তৈরি, রায়গঞ্জে ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
ভেজাল পশুখাদ্য তৈরি, রায়গঞ্জে ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে ভেজাল পশুখাদ্য উৎপাদনের দায়ে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ আগস্ট) দুপুরের দিকে উপজেলার ধামাইনগর বাজারে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মণ্ডলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

 

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও রায়গঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।  

ইউএনও তৃপ্তি কণা মণ্ডল জানান, গোপন তথ্যের ভিত্তিতে ধামাইনগর বাজারে অভিযান চালিয়ে এক প্রতিষ্ঠানে ভেজাল পশুখাদ্য তৈরি করতে দেখা যায়। এ সময় ওই প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভেজাল পশুখাদ্য উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।