ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট, ভূমি কর্মকর্তা বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট, ভূমি কর্মকর্তা বরখাস্ত

সিরাজগঞ্জ: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেখ পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করায় মো. নজরুল ইসলাম নামে সিরাজগঞ্জ সদর উপজেলার এক উপসহকারী ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  

বরখাস্ত হওয়া নজরুল ইসলাম মেছড়া ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ছিলেন।

 

সোমবার (২৮ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, ফেসবুকে শেখ পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করেছেন উপসহকারী ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম। বিষয়টি নজরে এলে গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তের আদেশপত্র হাতে পেয়েছি। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।

গত ১৩ আগস্ট নিজের ফেসবুক পেজে তিনি যে পোস্ট দেন তা নিচে তুলে ধরা হলো- “ঘেউ ঘেউ করা গণতন্ত্র, রাজপথে ঢেউ তোলে শেখের শিখণ্ডি, শেখের বাঁশি আর কতকাল বাজবে?”।

এ বিষয়ে নজরুল ইসলাম বলেন, আমি আসলে শেখ বলতে ধনী ব্যক্তি বুঝিয়েছি। বঙ্গবন্ধু পরিবারকে উদ্দেশ্য করে কিছু লেখা হয়নি। আমাকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। আমি এ ব্যাপারে আপিল করবো।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।