ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

৩ পুলিশের মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে গ্রেপ্তার মাদরাসাশিক্ষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
৩ পুলিশের মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে গ্রেপ্তার মাদরাসাশিক্ষক গ্রেপ্তার মাদরাসাশিক্ষক মো. আব্দুল্লাহ

সিরাজগঞ্জ: ‘ট্রেনের সঙ্গে গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৩ পুলিশের’ শিরোনামে পোস্ট করা সংবাদে কমেন্টবক্সে ‘আলহামদুলিল্লাহ’ লিখে গ্রেপ্তার হয়েছেন মো. আব্দুল্লাহ নামে এক মাদরাসাশিক্ষক।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে সিআইডি সাইবার ইন্টেলিজেন্সের একটি টিম সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তার মো. আব্দুল্লাহ উল্লাপাড়া উপজেলার বাসিন্দা। তিনি ধানগড়া মহিলা মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার (ক্রাইম) মো. রেজাউল মাসুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, বৃহস্পতিবার ওই মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার আব্দুল্লাহ তার অপরাধ স্বীকার করেছেন।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট চট্রগ্রামের সীতাকুন্ডে ট্রেনের সঙ্গে গাড়ির ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হন। এ নিয়ে দেশের প্রায় সব গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। এর মধ্যে একটি পত্রিকার ফেসবুক পেজে পোস্ট করা সংবাদটির মন্তব্যের ঘরে আলহামদুলিল্লাহ কমেন্ট করেন আব্দুল্লাহ। তার কমেন্টের ওপর আরও অনেকে আলহামদুলিল্লাহ লিখতে থাকে।  

এ কমেন্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়লে পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষের সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।