ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে মিজান ডোর অ্যান্ড ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
পরে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর সাড়ে ১২ টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুর ১টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, মোহাম্মদপুর হাউজিংয়ে মিজান ডোর অ্যান্ড ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ১৫ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
দুপুর ১টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
তিনি জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে আনুমানিক ৬০ হাজার তাকার ক্ষতি হয়েছে এবং ২০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৩
পিএম/এসএএইচ