ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাংনীতে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
গাংনীতে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার করমদি বাজারে স্বর্ণের দোকানে চুরির ঘটনা চোর সর্দার ও তার সহযোগীদের গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণ ও রোপার গহনা জব্দ করা হয়।

শনিবার (২ সেপ্টেম্বর) রাতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মুজিবনগর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- গাংনী উপজেলার করমদি গ্রামের রবিউল ইসলামের ছেলে সুলতান বাদশা (২২), মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আজিজুল হকের ছেলে ফজল হক (৪০), একই উপজেলার বিদ্যাধরপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে নোমান (২০) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নান্টু মিয়া (৩০)।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গত ২৯ আগস্ট রাতে উপজেলার করমদি গ্রামে ‘বাবু জুয়েলারি’ নামে একটি দোকান থেকে সোনা ও রুপার গহনা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দোকানের মালিক মাসুদ রানা (বাবু) বাদী হয়ে ২৪ আগস্ট একটি চুরির মামলা দায়ের করেন। মামলার পর থেকে পুলিশ অভিযান চালিয়ে মুজিবনগর থানা এলাকা থেকে চোর সর্দার বাদশাসহ চারজনকে গ্রেপ্তার করেন।

এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ৩ রতি পাকা সোনা, ২৪টি নাকফুল এবং ১০ ভরি রুপার গহনা জব্দ করা হয়।  

রোববার (৩ সেপ্টেম্বর) আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।