ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ধর্ষণ মামলার পলাতক আসামি হৃদয় গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
ধর্ষণ মামলার পলাতক আসামি হৃদয় গ্রেপ্তার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক মো. হৃদয় মিয়া

ঢাকা: রাজধানীর বংশাল এলাকা থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি মো. হৃদয় মিয়াকে (২৩) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি জানান।

 

তিনি জানান, রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বংশাল থানাধীন আলুবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সিও জানান, আসামি মো. হৃদয় মিয়ার বিরুদ্ধে গত ১৯ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়। মামলাটি ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২, এর পিটিশন মামলা হিসেবে রয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার নরসিংহপুর গ্রামের আক্কাস মিয়ার ছেলে। বর্তমান রাজধানীর বংশালের আলুবাজার এলাকায় বসবাস করেন।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি এ মামলার এজাহারনামীয় পলাতক আসামি বলে স্বীকার করেছে। সে মামলার পর থেকে রাজধানীর বংশালসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
এসজেএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।