ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় বাসচাপায় নারীসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
মাগুরায় বাসচাপায় নারীসহ নিহত ২

মাগুরা: মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সামনে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী ও এক পথচারী নিহত হয়েছেন।  

নিহতরা হলেন সদর উপজেলার আঠারোখাদা পূর্ব গোরস্তান পাড়ার আনোয়ার শেখ (৫০) ও মহম্মদপুর উপজেলার উরুরাগ্রামের সামছুল সর্দারের স্ত্রী রোকেয়া বেগম (৫৫)।

 

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে মোটরসাইকেল চালিয়ে হাসপাতালের সামনের রাস্তা পার হচ্ছিলেন আনোয়ার। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইনের একটি বাস আনোয়ারকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা তিনটি অ্যাম্বুলেন্সে ধাক্কা দেয়। এসময় সেখানে বাসের জন্য দাঁড়িয়ে থাকা রোকয়ো বাস ও অ্যাম্বুলেন্সের মাঝে চাপা পড়েন। গুরুতর অবস্থায় আনোয়ার ও রোকেয়াকে হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে গেছে। বাসটি জব্দ করা হয়েছে।

মাগুরা রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজান রহমান বলেন, নিহত দুজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ব্যাপার সদর থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
এসআই
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।