ঢাকা: মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী এলাকায় চাঞ্চল্যকর দোকানদার মিজান হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহমান পাঠানকে (৪৫) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। তিনি দীর্ঘ ২৩ বছর ধরে পলাতক ছিলেন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) র্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১০ এর একটি দল। অভিযানে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী এলাকায় চাঞ্চল্যকর দোকানদার মিজান হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৩ বছর পলাতক আসামিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন ও ১ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণার পর থেকেই রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন চলে যান আব্দুর রহমান। তাকে আটকের পর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাব-১০ এর এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
এমএমআই/এফআর