ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এডিসি হারুনকাণ্ড তদন্তে আরও সময় পেল কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
এডিসি হারুনকাণ্ড তদন্তে আরও সময় পেল কমিটি

ঢাকা: সাময়িক বরখাস্ত এডিসি হারুন-অর-রশীদ শাহবাগ থানায় নিয়ে ছাত্রলীগের তিন নেতাকে বেধড়ক মারধরের ঘটনা তদন্তে আরও ৫ দিন অতিরিক্ত সময় পেয়েছে গঠিত তদন্ত কমিটি।

পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে তদন্ত কমিটি সময় বাড়ানোর আবেদন করেছিল।

এর প্রেক্ষিতে ডিএমপি কমিশনার কমিটিকে তদন্তের জন্য আরও ৫ দিন সময় দিয়েছেন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, শাহবাগ থানায় ছাত্রলীগের তিন নেতাকে মারধরের ঘটনা তদন্তে ডিএমপি একজন ডিসির নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করেছিল। কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল।

কিন্তু শাহবাগ থানায় এডিসি হারুন ছাড়াও আরো যারা পুলিশ সদস্য ছিলেন তাদের কার কি রুল ছিলো। ঘটনার সূত্রপাত যেখানে বারডেম হাসপাতালে কে কে উপস্থিত ছিলেন এবং কার কি দায় রয়েছে এসব পূর্ণাঙ্গ তদন্তে কমিটির আরেকটু সময় প্রয়োজন।

পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে কমিটি আরো ৫ দিন সময় চেয়ে আবেদন করেছে। এর প্রেক্ষিতে কমিটিকে আরো ৫ দিন সময় দিয়েছেন ডিএমপি কমিশনার।

ডিসি বলেন, আমরা আশা করি এ সময়ের মধ্যে তদন্ত কমিটি পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন দিবেন। এর প্রেক্ষিতে কার কি দায় রয়েছে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত ১০ সেপ্টেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় তিন নেতাকে থানায় নিয়ে পেটানোর অভিযোগে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ডিএমপি।

এ কমিটিকে দুই দিনের মধ্যে তদন্ত করে ডিএমপি কমিশনার বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়। পরবর্তীতে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) তদন্তের সময় বাড়ানোর জন্যে আবেদন করে কমিটি। তার পরিপ্রেক্ষিতেই বুধবার (১৩ সেপ্টেম্বর) আরও ৫ দিন সময় বাড়ানো হলো।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
পিএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।