ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

না.গঞ্জ থেকে অপহৃত শিশু রংপুর থেকে উদ্ধার, গ্রেপ্তার ৪

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
না.গঞ্জ থেকে অপহৃত শিশু রংপুর থেকে উদ্ধার, গ্রেপ্তার ৪ গ্রেপ্তার আসামিরা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহৃত শিশুকে রংপুরের বদরগঞ্জ এলাকা থেকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের সদস্যরা।

রোববার (২২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পিবিআই এর পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।

এর আগে গত শনিবার রংপুরের বদরগঞ্জ থানার বিচারপতির মোড় এলাকা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করে পিবিআই। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মো. সোহেল রানা(২৪), জুয়েল (২৭), জোহরা(৪৪), রাজা (৪৯)।

এর আগে গত ৬ অক্টোবর রোববার স্কুল থেকে বাসায় ফেরার পথে পঞ্চবটি মোড় এলাকা থেকে শিশুটিকে অপহরণ করে আসামিরা। এ ঘটনায় আদালতে মামলা করেন তার বাবা। পরবর্তীতে আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ প্রদান করেন।

তদন্তকালে জানা যায় যে, এজাহারনামীয় ১ নং আসামি ও তার সহযোগী আসামিরা শিশুটিকে অপহরণ করে প্রথমে ঢাকার গাবতলী এলাকায় নিয়ে যায়। পরবর্তীতে বাসে করে গাইবান্ধা জেলায় আসামি সোহেল রানার আত্মীয়ের বাড়ি নিয়ে যায়। সেখানে সোহেল রানা ভিকটিমকে জোরপূর্বক একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে শিশুটিকে সার্বক্ষণিক গৃহবন্দি করে রাখে।

পরবর্তীতে পিবিআইয়ের একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।