ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চিত্রা নদীতে ‘এসএম সুলতান’ নৌকাবাইচ ১৪ অক্টোবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
চিত্রা নদীতে ‘এসএম সুলতান’ নৌকাবাইচ ১৪ অক্টোবর

নড়াইল: নড়াইলের চিত্রা নদীতে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘এসএম সুলতান’ নৌকাবাইচ আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। এবারও দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ২০টি নৌকা অংশ নেবে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে নড়াইল জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের শততম জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও নড়াইল শহরের শেখ রাসেল সেতু এলাকা থেকে নৌকা ছেড়ে যাবে। প্রায় ৩ কিলোমিটার পথ অতিক্রম করে মাছিমদিয়া এলাকায় এস এম সুলতান সেতুতে গিয়ে শেষ হবে। নৌকাবাইচকে আকর্ষণীয় করতে এবারও থাকবে নানা আয়োজন। তবে নারী নৌকাবাইচ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেননি আয়োজক কমিটি। আগামী এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে।

নড়াইলের ডিসি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুমার কুন্ডু, অ্যাডভোকেট নজরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আলমগীর সিদ্দিকী, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মো. হাসানুজ্জামান প্রমুখ।  

সভায় সরকারি কর্মকর্তা, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্যরা, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।