ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ১ 

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ায় পিকআপ ভ্যানের হেলপার ইলিয়াস শেখ  (৩৫) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পিকআপ ভ্যানের চালক ও শ্রমিক।

 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে কাশিয়ানী উপজেলার রাতইল এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত ইলিয়াস শেখ খুলনার লবণচোরার সাচিবুনিয়া গ্রামের আবুল কাশেম শেখের ছেলে।

ভাটিয়াপাড়ার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান,  রাতইল ইটভাটার কাছে মহাসড়কে একটি ট্রাক দাঁড়িয়েছিল। ভোর সাড়ে ৫টার দিকে খুলনাগামী পিকআপ ভ্যানটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের হেলপার ইলিয়াস নিহত হন, আহত হন পিকআপ ভ্যানের চালক হেমায়েত (৪০) ও শ্রমিক রবিউল (৪৫)। আহতদের উদ্ধার করে প্রথমে কাশিয়নী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা,  সেপ্টেম্বর ১৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।