ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

পদোন্নতি পেয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব হলেন আলী হোসেন

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
পদোন্নতি পেয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব হলেন আলী হোসেন

ঢাকা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. আলী হোসেনকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার।  

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে পদোন্নতি দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে পদায়ন দিয়ে আদেশ জারি করে।

 

এর আগে গত ৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুস সবুর মন্ডলকে পদোন্নতি দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব করা হয়েছিল।

জনপ্রশাসন মন্ত্রণালয় সেই পদায়নের অংশটুকু বাতিল করে তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসনে সংযুক্ত করেছে।  

আদেশে বলা হয়, পদায়নের আদেশটি প্রশাসনিক কারণে বাতিল করা হলো। সচিব পদে তার পদোন্নতি ৬ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। পরবর্তী পদায়ন না করা পর্যন্ত তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত থেকে তার দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।