খাগড়াছড়ি: ভারী বর্ষণে পাহাড়ের মাটি ধসে রাঙামাটির বাঘাইছড়ি ও সাজেকের সঙ্গে দিঘীনালাসহ সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে ভারী বৃষ্টিপাতের ফলে রাত ৯টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙ্গামাটি বাঘাইছড়ি সড়কের শুকনাছড়ি এলাকায় মাটি ধসে পরলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার জানান, মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। আশা করছি সকালের মধ্যেই সড়ক স্বাভাবিক হবে,পর্যটকদের যাতায়াতে কোনো সমস্যা হবে না।
বাংলাদেশ সময়: ০১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
এডি/আরএ