ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে ছিনতাইকালে রোহিঙ্গা যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
সোনাগাজীতে ছিনতাইকালে রোহিঙ্গা যুবক আটক

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলার বক্তারমুন্সী বাজারে মোবাইল ফোন ছিনতাইকালে আবদুল খালেক (৩০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আবদুল খালেক কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ডি-৪ ব্লকের আবদুর রশিদের ছেলে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বক্তারমুন্সি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল বলেন, সকালে উপজেলার বক্তারমুন্সী বাজারে এক পথচারীর মোবাইল ফোন ছিনতাইকালে খালেককে আটক করে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খালেক কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ডি-৪ ব্লকের আবদুর রশিদের ছেলে। তার সঙ্গে আরও এক সহযোগী ছিলেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছিনতাইকালে আটক রোহিঙ্গা যুবককের নামে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩ 
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।