ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে সংস্কৃতিকর্মীদের ওপর হামলা, ৬০ জনের বিরুদ্ধে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
সিলেটে সংস্কৃতিকর্মীদের ওপর হামলা, ৬০ জনের বিরুদ্ধে মামলা

সিলেট: সিলেটে সংস্কৃতিকর্মীদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজতকান্তি গুপ্ত।

তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নগরের ক্বীনব্রিজ সংলগ্ন সারদা হলে বিএনপির রোডমার্চ ও সমাবেশে যোগ দিতে যাওয়া নেতাকর্মীর বিরুদ্ধে সিলেটের সংস্কৃতিকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠে। হামলায় অন্তত ১০ জন সংস্কৃতিকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন নাট্য পরিষদের সভাপতি।

আহতরা হলেন- লিটল থিয়েটারের আব্দুল কাইয়ূম মুকুল, নাট্যকর্মী হুমায়ুন কবির জুয়েল, চয়ন পাল শান্ত, নাট্যকার বিভাস শ্যাম যাদন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তের ছেলে লামানুজ গুপ্ত।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা ৬টার দিকে নাট্যকর্মীরা মহানগরে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্ত দাবি জানান।

সংশ্লিষ্টরা জানান, সিলেটের ৮৭ বছরের ঐতিহ্যবাহী সারদা হল। দীর্ঘ ১১ বছর ধরে ‘পরিত্যক্ত’ অবস্থায় পড়েছিল।

সম্প্রতি সিটি করপোরেশনের উদ্যোগে সংস্কারের পর বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কথা ছিল। এ উপলক্ষে সম্মিলিত নাট্য পরিষদ সেখানে নাট্য প্রদর্শনীর আয়োজন করে। এ জন্য সংস্কৃতিকর্মীরা বৃহস্পতিবার দুপুরের পর থেকে সেখানে মহড়া দেন।

বিকেল পৌনে ৫টার দিকে বিএনপির একদল নেতাকর্মী অনুষ্ঠানস্থলে ঢুকে পড়েন। এ সময় তারা নারী সংস্কৃতিকর্মীসহ উপস্থিত নাট্যকর্মীদের সঙ্গে অশালীন আচরণ করেন। এতে বাধা দিলে কয়েকজন নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে সংস্কৃতিকর্মীদের ওপর হামলা চালান। পরে সংস্কৃতিকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করলে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
এনইউ/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।