ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেশি দামে পেঁয়াজ বিক্রি, নগরকান্দায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
বেশি দামে পেঁয়াজ বিক্রি, নগরকান্দায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুর: সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের পাইকারি আড়তের তিন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে নগরকান্দা উপজেলা প্রশাসন ও জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

জরিমানা করা ব্যবসায়ীদের মধ্যে রাজিব বাণিজ্যালয়কে দুই হাজার, মেসার্স হাজী ট্রেডার্সের আলমগীরকে পাঁচ হাজার ও মাহবুব ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক ও  ভোক্তা অধিকার অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
এসএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।