ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জমি সংক্রান্ত বিরোধ, একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
জমি সংক্রান্ত বিরোধ, একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে নুর নবী বকুল (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  

শুক্রবার (৬ অক্টোবর) সকালে সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

বকুল লক্ষ্মীপুর থেকে প্রকাশিত আঞ্চলিক দৈনিক সবুজ জমিন পত্রিকার সম্পাদক আফজাল হোসেন সবুজের বড় ভাই এবং মহাদেবপুর গ্রামের মৃত অজি উল্যা মাস্টারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।  

এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।  

নিহতের স্বজনরা জানান, স্থানীয় আব্দুর রউফদের সঙ্গে দীর্ঘদিন ধরে নুর নবী বকুলদের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে বিরোধীয় সম্পত্তি থেকে সুপারি পাড়তে যায় প্রতিপক্ষ আব্দুর রউফ মাস্টার, আসরাফ ইসলাম বাবুল, জাফর আহমেদ পলাশসহ প্রতিপক্ষের লোকজন। বকুল এতে বাধা দেওয়ায় উভয় পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বকুলকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ তার পরিবারের। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই সাংবাদিক আফজাল হোসেন সবুজ বলেন, আমার ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের ফাঁসির দাবি জানাই।  

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
এসএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।