ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৯ নভেম্বর খুলনা সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রীর জনসভা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
৯ নভেম্বর খুলনা সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রীর জনসভা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

খুলনা: রাজনৈতিক সফরে আগামী বৃহস্পতিবার (৯ নভেম্বর) খুলনা সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ওইদিন খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বাংলানিউজকে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৯ নভেম্বর খুলনার সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওইদিন খুলনা-মোংলা রেললাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তবে জনসভার সময়সূচি বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য ও জাতির পিতা বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন ১৬ অক্টোবর খুলনায় আসার পর বৈঠক করে জানানো হবে।

খুলনা মহানগর আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল বলেন, প্রধানমন্ত্রীর আগমনের খবরে উজ্জ্বীবিত হয়ে উঠেছেন নেতাকর্মীরা।  
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অভূতপূর্ণ উন্নয়ন করেছেন। যে কারণে খুলনার এ জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করছি।

 এর আগে ব্যক্তিগত সফরে চলতি বছরের ৬ জানুয়ারি খুলনা সফরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ৩ মার্চ জনসভায় যোগ দিতে খুলনায় আসেন।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।