ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
গাজীপুরে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত  ফাইল ফটো

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ তেতুঁলতলা এলাকায় ট্রাকচাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।  

নিহত বৃদ্ধা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকার আকছুদ আলীর স্ত্রী নুরজাহান বেগম (৬৫)।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।  

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান লিটন জানান, আমবাগ পশ্চিমপাড়া থেকে হেঁটে নিজ বাড়িতে যাচ্ছিলেন নুরজাহান বেগম। একপর্যায়ে তিনি আমবাগ তেতুঁলতলা এলাকায় পৌঁছালে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩।
আরএস/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।