মাদারীপুর: মাদারীপুরে মানবপাচার দমন আইনের মামলায় সোহাগ হাওলাদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে সদর উপজেলার কালিকাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সোহাগ মাদারীপুর সদর উপজেলার পূর্ব কালিকাপুর গ্রামের বাদশা হাওলাদারের ছেলে।
জানা গেছে, ছয় মাস আগে ইতালি নেওয়ার কথা বলে মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার মজিবর সরদারের ছেলে রুবেল সরদারের কাছ থেকে কয়েক দফায় মোট ২২ লাখ টাকা নেন সোহাগ হাওলাদার ও তার বাবা। টাকা নিয়েও বিদেশে না পাঠিয়ে দীর্ঘদিন ধরে তালবাহানা করছিলেন সোহাগ। রুবেল টাকা ফেরত চাইলে টাকাও দিচ্ছিলেন না তিনি। পরে উপায় না দেখে ৫ অক্টোবর মাদারীপুর মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন রুবেল। মামলায় সোহাগ হাওলাদার, তার বাবা বাদশা হাওলাদার ও ভাই সাগর হাওলাদারকে আসামি করা হয়।
মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে বৃহস্পতিবার রাতে সোহাগকে গ্রেপ্তার করে পুলিশ।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন এসব তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
এসআই