ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়ির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন মোহনা ত্রিপুরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
খাগড়াছড়ির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন মোহনা ত্রিপুরা

খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সর্বকনিষ্ঠ প্রতীকী চেয়ারম্যান মোহনা ত্রিপুরা। বিশ্ব কন্যা শিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে গার্লস টেকওভার কর্মসূচির আওতায় এক ঘণ্টার জন্য পার্বত্য জেলা পরিষদের প্রতীকী চেয়ারম্যান নির্বাচিত হয়েছে নবম শ্রেণি পড়ুয়া এ কন্যা শিশু।

রোববার (১৫ অক্টোবর) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টার জন্য জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনি।

প্রতীকী চেয়ারম্যান মোহনা ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউপির ৩ নম্বর ওয়ার্ড ছেলাছড়া পাড়ার রুটিনাথ ত্রিপুরা ও হিরা ত্রিপুরার বড় মেয়ে। তিনি খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার আগে মোহনা ত্রিপুরাকে ফুল ও উত্তরীয় দিয়ে পরিষদের পক্ষ থেকে বরণ করে নেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। পরে চেয়ারম্যান হিসেবে বিভিন্ন সুবিধাভোগীদের মধ্যে চেক বিতরণ কার্যক্রমে অংশ নেয় তিনি।

স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে গার্লস টেকওভারের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
এডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।