মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৮০ হাজার মিটার জালসহ ৪ জেলেকে আটক করা হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস ও নৌ পুলিশ।
জানা গেছে, ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ৪ জেলেকে আটক করা হয়। এ সময় নদী থেকে জব্দ করা হয় ৮০ হাজার মিটার ইলিশ ধরার জাল। এছাড়াও ৫ কেজি ইলিশ উদ্ধার করে মৎস্য অফিস।
এর আগে শনিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত অভিযানে জব্দ করা হয় ৫৬ হাজার মিটার জাল। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করে মৎস্য অফিস।
শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, রোববার দুপুর পর্যন্ত অভিযানে ৪ জেলেকে আটক করা হয়েছে। তাদের সাজা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
আরএ