ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নড়াইলে চেক জালিয়াতি মামলার আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
নড়াইলে চেক জালিয়াতি মামলার আসামি গ্রেপ্তার

নড়াইল: নড়াইলের লোহাগড়ায় চেক জালিয়াতি মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. সেলিম শাহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে ১১টার দিকে ঢাকার তেজগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

সেলিম শাহী জেলার লোহাগড়া থানার দোয়া মল্লিকপুর গ্রামের মৃত রুস্তম শেখের ছেলে।  

পুলিশ জানায়, আদালতের রায়ে সাজাপ্রাপ্ত হওয়ার পর দীর্ঘ আট বছর ধরে পলাতক ছিলেন সেলিম। তিনি বারবার স্থান বদল করায় আটক করা কঠিন হয়ে পড়েছিল। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযানে ঢাকার তেজগাঁও থানা এলাকা থেকে আজ সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ওয়ারেন্ট তামিলে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।