ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বুধবার হার্টে অপারেশন, দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
বুধবার হার্টে অপারেশন, দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি

ঢাকা: সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বুধবার (১৮ অক্টোবর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি করা হবে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

বঙ্গভবন প্রেস উইং জানায়, মঙ্গলবার (অক্টোবর ১৭) সকালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন রাষ্ট্রপতি।  

বুধবার সকালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক  ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপতির অস্ত্রোপচার সম্পন্ন হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ সবার দোয়া চেয়েছেন। চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
এমইউএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।