ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত প্রতীকী ছবি

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সুশেন্দ্র দেবনাথ (৫২) নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশমুখে এবং কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুশেন্দ্র দেবনাথ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের মৃত পরেশ দেবনাথের ছেলে। তিনি একটি বেসরকারি এনজিও সংস্থায় চাকরি করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সুশেন্দ্র দেবনাথ নামে একজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রাজ্জাক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
বিবিবি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।