ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাড়ি ফেরার পথে কোম্পানির এসআরকে কুপিয়ে টাকা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
বাড়ি ফেরার পথে কোম্পানির এসআরকে কুপিয়ে টাকা ছিনতাই

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে জিহাদুল ইসলাম নামে এক সেলস রিপ্রেজেন্টেটিভকে (এসআর) কুপিয়ে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এসময় তার ডান চোখ উপড়ে ফেলার চেষ্টা করে তারা।

গুরুতর আহত ওই যুবককে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদের জনতা বেকারি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জিহাদুল লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের আবুল কাশেমের ছেলে। পেশায় তিনি কিষোয়ান কোম্পানির এসআর।

পুলিশ ও ভুক্তভোগী স্বজনরা জানায়, নিজ কর্মস্থল থেকে রাতে বাড়ি ফিরছিল জিহাদ। ঘটনাস্থলে পৌঁছলে পূর্ব থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে মিশুক থেকে নামিয়ে মারধর করতে থাকে। এসময় তাকে হত্যার উদ্দেশ্য মাথায় আঘাত করা হয়। একপর্যায়ে তার ডান চোখে আঙুল ঢুকিয়ে দিয়ে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়। পরে তার পকেটে থাকা নগদ ৫৭ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরমান হোসেন বলেন, তার মাথায় জখম হয়েছে। এতে বেশ কয়েকটা সেলাই করতে হয়েছে।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।