ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

টনি ব্লেয়ারের আমন্ত্রণে বেলজিয়ামে পলক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
টনি ব্লেয়ারের আমন্ত্রণে বেলজিয়ামে পলক

ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের বিশেষ আমন্ত্রণে দুই দিনের সফরে বেলজিয়ামের উদ্দেশ্যে সোমবার (২৩ অক্টোবর) ঢাকা ত্যাগ করেছেন।

আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার জানান, সফরকালে প্রতিমন্ত্রী বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ২৪ অক্টোবর অনুষ্ঠেয় টনি ব্লেয়ার  ইনস্টিটিউটের ফর গ্লোবাল চেঞ্জ এর উদ্যোগে আয়োজিত 'টেক অ্যাক্সিলেরেটর প্রোগ্রাম ২০২৩' এ অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ে বৈশ্বিক ও আঞ্চলিক গাইডলাইন নিয়ে প্যানেল আলোচনায় অংশগ্রহণ করবেন।

অ্যাক্সিলেরেটর  প্রোগ্রামে বাংলাদেশ, ব্রিটেন, অ্যাঙ্গোলা, মোল্দোভা, জাম্বিয়া, সিঙ্গাপুর, মরক্কো, আলবেনিয়া, ভিয়েতনাম, তিমুর, বুলগেরিয়া, রিসা, গ্রীস, ইউকে, ম্যাক্রা, রোমানিয়াসহ বিশ্বের ৩১টি দেশ থেকে মন্ত্রী, মেম্বার অব পার্লামেন্ট, সরকারি- বেসরকারিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করবেন।

আগামী ২৬ তারিখ ভোরে তার দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।