ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষ: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষ: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

ঢাকা: কিশোরগঞ্জের ভৈরবে এগারসিন্ধু এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ভৈরব ট্রেন দুর্ঘটনার তদন্তে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইন্টেনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে। ফায়ার সার্ভিসের ময়মনসিংহের সহ-সহকারী পরিচালক মো. মাসুদ সরদারকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া কমিটিতে রাখা হয়েছে ফায়ার সার্ভিসের নরসিংদী উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ, কিশোরগঞ্জের উপসহকারী পরিচালক এনামুল হক ও ভৈরব বাজার ফায়ার স্টেশনের অফিসার আজিজুল হক।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।