ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল কৃষকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল কৃষকের মরদেহ

শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুর থেকে বিল্লাল হোসেন (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে শ্রীবরদীর ভাটি লঙ্গরপাড়ার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

বিল্লাল একই গ্রামের মৃত আদি মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, লঙ্গরপাড়ার কৃষক বিল্লাল হোসেন সোমবার সকাল ১০টার দিকে ছাগলকে ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর বিকেলে ছাগল বাড়িতে চলে আসলেও আসেনি বিল্লাল। পরে পরিবারের লোকজন তাকে খোজাঁখোজি শুরু করে। তার সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করা হয়। পরে একইদিন রাত ১১টার দিকে তার মরদেহ বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে ভাসতে দেখে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান দুলাল মিয়া জানান, বিল্লাল হোসেনের মাথায় সমস্যা ছিল। তার কোনো শক্র আছে বলে মনে হয় না। তার পরিবারের কোনো অভিযোগও নেই।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিক জানান, আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছি। তার মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। কিন্তু এ ঘটনায় কেউ বাদী হতে চাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।