ঢাকা: ২৮ অক্টোবর (শনিবার) ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ ঘিরে পুলিশকে সহায়তা করতে ২ হাজার ব্যাটালিয়ন আনসার সদস্য স্ট্যান্ডবাই রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত আনসার ও ভিডিপি মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে নির্দেশক্রমে এ অনুরোধ জানানো হয়।
চিঠিতে বলা হয়, পুলিশ অধিদপ্তরের স্মারক নং-২৪৫১ এর পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে ডিএমপি পুলিশকে সহায়তা করতে আগামী ২৮ অক্টোবর এক দিনের জন্য মোট দুই হাজার ব্যাটালিয়ন আনসার সদস্যকে সকাল ৮টায় ঢাকার খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরে স্ট্যান্ডবাই রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
পিএম/এফআর