ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাশকতার মামলায় গ্রেপ্তার প্রগতি ইনস্যুরেন্সের চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
নাশকতার মামলায় গ্রেপ্তার প্রগতি ইনস্যুরেন্সের চেয়ারম্যান প্রগতি ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ এম. আলতাফ হোসেন

ঢাকা: প্রগতি ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ এম. আলতাফ হোসেনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গুলশান থানার পরিদর্শক (অপারেশনস) মো. আমিনুল ইসলাম জানান, গুলশান থানায় দায়েরকৃত একটি নাশকতার মামলায় আলতাফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সম্প্রতি আলতাফের বাসায় নৈশভোজে অংশ নেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সেখানে সরকারের একজন মন্ত্রী ও বিএনপির বেশ কয়েকজন নেতা অংশ নেন।

উল্লেখ্য, ২০২২ সালের ১৭ নভেম্বর হওয়া একটি বিস্ফোরক মামলায় সন্দেহভাজন আসামি ছিলেন প্রগতি ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার অধিকতর তদন্তের স্বার্থে তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
পিএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।