ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২৮ অক্টোবরের সহিংসতায় ২৮ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
২৮ অক্টোবরের সহিংসতায় ২৮ মামলা

ঢাকা: ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় সহিংসতার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় সর্বমোট ২৮টি মামলা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (২৮ অক্টোবর) বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনায় সর্বমোট ২৮টি মামলা করা হয়েছে।

এরমধ্যে রমনা বিভাগে ১টি, মতিঝিল বিভাগের বিভিন্ন থানায় ১১টি, ওয়ারীতে ৩টি, তেজগাঁওয়ে ২টি, মিরপুরে ৭টি, গুলশানে ৩টি ও উত্তরা বিভাগে ১টি মামলা করা হয়েছে।

সহিংসতার ঘটনায় ২৮ অক্টোবর ৬৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৮ দিনে রাজধানীজুড়ে সর্বমোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৪৮০ জনকে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
পিএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।