ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পল্টনে পুলিশ হত্যা মামলায় আসামি না.গঞ্জ বিএনপির ৬ নেতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
পল্টনে পুলিশ হত্যা মামলায় আসামি না.গঞ্জ বিএনপির ৬ নেতা

নারায়ণগঞ্জ: জেলা ও মহানগর বিএনপি যুবদল ও তাঁতী দলের ৬ নেতাকে ঢাকার পল্টন থানায় দায়ের করা পুলিশ হত্যা মামলার আসামি করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

মামলায় তার নাম দুইবার উল্লেখ করা হয়েছে। একবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আরেকবার জেলা যুবদলের সভাপতি হিসেবে।

লাম ফারুক খোকনসহ বাকি আসামিরা হলেন - কেন্দ্রীয় যুবদলের সদস্য মমতাজউদ্দিন মন্তু, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আরিফুর রহমান মানিক ও জেলা বিএনপি নেতা মিন্টু।

এ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান আসামি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জানান, একেবারে গোঁজামিল ও সাজানো ঘটনা এটি, তা মামলায় স্পষ্ট। এখানে বিএনপি নেতাদের আসামি করা হয়েছে বিএনপির আন্দোলন দমাতে ও বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে।

বাংলাদেশ সময়: ০৭৩৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
এমআরপি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।