ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেট্রো চলাচল স্বাভাবিক, নিরাপত্তায় বাড়তি পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
মেট্রো চলাচল স্বাভাবিক, নিরাপত্তায় বাড়তি পুলিশ ফাইল ফটো

ঢাকা: বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধের প্রথম দিনে রাজধানীতে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) অন্যান্য দিনের মতোই মেট্রোরেল সকাল ৮টা থেকে চলাচল শুরু করে।

যাত্রীও ছিলেন অন্যান্য দিনের মতোই।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, হরতাল-অবরোধের দিনেও মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে।

মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনে দায়িত্বরত এমআরটি পুলিশের এএসআই আনিছুর রহমান বাংলানিউজকে বলেন, তিনটি স্টেশন মিলে একজন ওসি দায়িত্বে আছেন। আমরা অন্য দিনের মতোই আজকে ডিউটি করছি। হরতাল ও অবরোধে এমআরটি পুলিশের পক্ষ থেকে কিছু সংখ্যক পুলিশ বাড়ানো হয়েছে।

এর আগে ২৯ অক্টোবরের হরতালেও পুরোদমে চলেছে মেট্রোরেল। সেদিন অফিসগামী যাত্রীদের ভিড় ছিল এ পরিবহনে।

‘ঢাকায় ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে’ ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী অবরোধ কর্মসূচি ডেকেছে বিএনপি। তাদের পাশাপাশি জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টিসহ কয়েকটি দল-জোটও এ অবরোধ কর্মসূচি ঘোষণা বা সমর্থন দেয়।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এমএমআই/এনবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।