ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অভ্যুত্থানের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
অভ্যুত্থানের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

ঢাকা: জুলাই অভ্যুত্থানের ১০০তম দিনে শহীদ পরিবার ও আহতদের খোঁজ-খবর নেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।  

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মুখপাত্র উমামা ফাতেমার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৫ নভেম্বর) জুলাই বিপ্লবের ১০০তম দিন উপলক্ষে আমাদের অমর সংগ্রামে যারা শহীদ হয়েছেন ও যারা আহত হয়েছেন, তাদের প্রতি সম্মান জানাতে এবং আহত ও শহীদ পরিবারের খোঁজখবর নিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী এ বিশেষ কর্মসূচি আহ্বান করছে।

কর্মসূচির লক্ষ্য হলো- জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সংহতি প্রদর্শন, তাদের সম্মান জানানো।

এ কর্মসূচির অধীনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সশরীরে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করবেন। তাদের পরিবারের সার্বিক খোঁজখবর নেবেন। আর্থিক সহায়তা বা চিকিৎসার ব্যাপারে অভিযোগ সংগ্রহ করবেন। রাষ্ট্র সংস্কারে মতামত বা পরামর্শ সংগ্রহ করবেন। জুলাই বিপ্লবের দুর্বিষহ স্মৃতি সংগ্রহ এবং শহীদের কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করবেন।

বাংলাদেশ সময়: ০১১৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।