ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রীবাহী বাসে তল্লাশি, মিলল সোয়া ৪ কেজি হেরোইন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৩
যাত্রীবাহী বাসে তল্লাশি, মিলল সোয়া ৪ কেজি হেরোইন 

কক্সবাজার:কক্সবাজার শহরে আসা একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪ কেজি ৩৯৮ গ্রাম হেরোইন জব্দ করেছে।  

শুক্রবার (৩ নভেম্বর) রাতে বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানায় বিজিবি।

৩৪ বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর আসে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে করে হেরোইনের একটি বড় চালান কক্সবাজারে ঢুকবে। এমন খবরে ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিকদল কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার নামক স্থানে মহাসড়কে অবস্থান নেয়। এক পর্যায়ে সকাল ৯ টার দিকে ওই বাসটি বাংলাবাজারে পৌঁছুলে তল্লাশির জন্য থামানো হয়। পরে বাসটি তল্লাশি করে মালিকবিহীন একটি ব্যাগ থেকে ৪ কেজি ৩৯৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

বিজিবির অধিনায়ক বলেন, এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৩
এসবি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।