ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৩
ফরিদপুরে সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরে নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (০৪ নভেম্বর) সকাল ১০টার দিকে ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই দুই শ্রমিক হলেন, ফরিদপুর শহরের শোভারামপুর এলাকার বাবু মিয়া (৫৫) ও জেলা সদরের কানাইপুরের কোসা গোপালপুর এলাকার সাইদ মুছুল্লী (১৮)।

স্থানীয়রা জানান, শনিবার সকালে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের অবশিষ্ট কাজ করতে ওই দুই শ্রমিক চরকমলাপুর এলাকায় গোলাম ফারুক নামের এক ব্যক্তির বাড়িতে যান। সেপটিক ট্যাংকটি এক মাসের মতো কাজ বন্ধ থাকায় সেখানের তলদেশে পানি জমে। পরে সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে পানিতে উৎপাদিত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাস বাড়ৈই বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই দুই শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।