ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

রোববার (৫ নভেম্বর) সকালে উপজেলার নলমুড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরমনপুরা খুনেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর চরমনপুরা খুনেরচর গ্রামে বাসিন্দা। তিনি ফরিদপুর জেলায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

গোসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজজ্জান এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, কয়েকদিন আগে ছুটিতে বাড়িতে আসেন জাহাঙ্গীর। রোববার সকালে তিনি বাড়ির পাশের তার বাগানের সুপারি গাছ কাটছিলেন। এ সময় পাশেই বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

এঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।