ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ছবি: প্রতীকী

ফেনী: ফেনী সদরের ফাজিলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

রোববার (৫ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

আলমগীর ফাজিলপুরের লাকি শেখ আহম্মদ বাড়ির মৃত মুর্তজা ভূঞার ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে তার দোকানের পাশে একটি ফিসারিতে পানি দেওয়ার জন্য মোটর চালু করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন আলমগীর। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনী মডেল থানার সেকেন্ড অফিসার মো. ইমরান হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৩
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।