ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ইস্কাটনে ট্রাকের ধাক্কায় নিহত ২

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
ইস্কাটনে ট্রাকের ধাক্কায় নিহত ২ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ইস্কাটন এলাকায় ইস্টার্ন টাওয়ারের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (৭ নভেম্বর) রাত পোনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন আরিফুল ইসলাম (৪০) ও সৌভিক করিম (৪২)।

সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হওয়ার তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন।

তিনি বলেন, ইস্টার্ন টাওয়ারের সামনে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মৃত্যু হয়েছে। বিস্তারিত এখনো কিছুই জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

এদিকে ঘটনাস্থল থেকে কয়েকজন জানান, একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এরপর ট্রাকটি মগবাজারের দিকে পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৩
এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।